বান্দরবানের রুমা উপজেলা সম্প্রীতির ফুটবল টুনামেন্টে এর আইন অমান্য করায় জরিমানা করা হয়।

0 ১৯৬

 

ডেভিড সাহাঃ বান্দরবানের রুমা উপজেলায় সম্প্রীতি ফুটবল টুর্নার্মেন্ট ঈম্মুয়েল স্পোর্টিং ক্লাবের সর্মথকেরা কমিটির আইন অমান্য করে খেলোয়াড়দের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে দন্ডবিধি ২৯১আইনের ধারা অনুযায়ী যাহার মামলা নং-৪৮,৪৯ ও ৫০/২০২০ নগদ ৩ হাজার টাকা করে ৩ জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন রুমা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন।গত মঙ্গলবার(১০নভেম্বর)২০২০ বিকালে রুমা উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এক আলোচনা সভায় টুনার্মেন্টে উপদেষ্টামণ্ডলী সিদ্ধান্ত মোতাবেক বিশৃঙ্খলাকারীদের এ জরিমানা করা হয়।লঙ্ঘনকারীরা হলো রুমা ইডেন রোডে জোয়াম বম এর ছেলে লালকাপখুম বম(২৪), চমলিয়াম বম এর ছেলে জোহান বম(৩৩) ও সাপলিম বম এর ছেলে পাখুং বম(৩৩)।এ সময় আরো উপস্থিত ছিলেন,টুনার্মেন্টের উপদেষ্টা রুমা উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মার্মা এবং রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, রুমা উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান মিঃ থাংখামলিয়াম বম,সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজ,রুমা থানার এস আই মোঃ আব্দুল্লাহ,আল বাকী টুনার্মেন্ট কমিটির সভাপতি মংমং মার্মাসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।রুমা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের কমিটির সাধারন সম্পাদক লালঠাংজুয়েল ( জর্জ)বম বলেন, সম্প্রীতি ফুটবল টুনার্মেন্ট আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে খেলা পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলার ২.৩০ মিনিটে প্রথম ম্যাচে অংশগ্রহণ নিবেন বেথেল পাড়া স্পোর্টিং ক্লাব বনাম রিভার প্লেট স্পোর্টিং ক্লাব।তিনি আরো জানান এবার থেকে রুমা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা জন্যে সিভিল পোশাকধারী গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা যৌথ বাহিনীরা কাজ করবেন।উল্লেখ্য, ঈম্মুয়েল ক্লাব এবং ইয়ং স্টারকে টুর্নার্মেন্ট কে এই খেলা থেকে বাতিল বলিয়া ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!