ব্যান্ড ট্রাফিক সিগন্যালের জন্মদিনে এলো মিউজিক ভিডিও

0 ২১৭

নিজস্ব প্রতিবেদকঃ১৭ ই ডিসেম্বর ২০২০ ছিলো ব্যান্ড ট্রাফিক সিগন্যালের জন্মদিন। এই নিয়ে তারা পঞ্চম বারের মত এই দিবস অতিবাহিত করলো। কিন্তু এই বছর তারা একটু ভিন্ন ভাবে উদযাপন করলো, নিয়ে এলো পরিপূর্ণ একটা মিউজিক ভিডিও, যে গানটির শিরোনাম ছিলো আলোর ওপাড়ে। গানটি তাদের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল সহ দেশীয় ও ওয়ার্ল্ডওয়াইড সকল অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। সেই উৎসাহ উদ্দীপনায় ব্যান্ডটি এই করোনা কালের মাঝেও বন্দর নগরী চট্টগ্রামের একটি রেস্তোরায় আয়োজন করেছিলো গানটির মোড়ক উন্মোচনের। যেখানে ভীড় করেছিলেন বাংলাদেশের সনামধন্য মিউজিশিয়াগন, যারা কিনা চট্টগ্রামের মিউজিক কে নিয়ে যাচ্ছেন অনেক উঁচুতে। মিউজিক ভিডিওর মোড়ক উন্মোচন করেছেন, জ্যামিং ব্যান্ডের ভোকালিস্ট মঈনুদ্দিন আহমেদ, L.R.B ব্যান্ডের ম্যানেজার, সাউন্ড ইন্জিনিয়ার এবং DJ PRO এর পরিচালক জনাব শামীম আহমেদ, চট্টগ্রাম মিউজিকাল ব্যান্ড এ্যাসোসিয়েশন (CMBA) এর সভাপতি এবং সফট্ টাচ্ ব্যান্ডের ফাউন্ডার সমর বড়ুয়া, লিরিসিস্ট ও সাউন্ড ইন্জিনিয়ার রুবেল বড়ুয়া যিনি কিনা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট রায়হান আল-হাসান, ব্যান্ড অব ব্রাদার্স অর্কিডের ভোকালিস্ট জুলফিকার জনি, তীরন্দাজ ব্যান্ডের ভোকালিস্ট শান সাহেদ, লাইনার্স ব্যান্ডের ভোকালিস্ট জাহেদ, নাটাই ব্যান্ডের ভোকালিস্ট আল তুষী ও বেইজ গিটারিস্ট নাহিদ, বাংলাদেশের অন্যতম প্রতিভাবান সাউন্ড ইন্জিনিয়ার ফয়সাল আহমেদ, চট্টগ্রামের রিদম প্র্যাকটিস প্যাডের ম্যানেজিং ডিরেক্টর এবং সাউন্ড ইন্জিনিয়ার মঈন উদ্দিন পিনু, বাউলিয়ানা ব্যান্ডের ভোকালিস্ট প্রকৌশলী শিলা, আলোর ওপাড়ে চলমান চিত্রের মূল আকর্ষন আসবাবীর রাফসান যে কিনা পুরো ভিডিওটিকে ফুটিয়ে তুলেছে তার মাইম অভিনয়ের মাধ্যমে, আরো উপস্থিত ছিলেন ট্রাফিক সিগন্যাল ব্যান্ডের সকল সদস্যগণ “কায়সার জাবেদ, রাজু রাজ, কামাল চক্রবর্তী, মোসলেহ্ চৌধুরী পিজু এবং সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগন। যারা কিনা এই আয়োজনকে সফল করেছিলেন। এমনিতেই চট্টগ্রামকে মিউজিকের রাজধানী বলা হয়, যার সাক্ষর রেখেছেন আমাদের অগ্রজগন, যাদের কারণে আমাদের বাংলাদেশের মিউজিক এখনো বিশ্যব্যাপী সমাদৃত হয়ে আছে।

সেই ধারাবাহিকতায় ট্রাফিক সিগন্যাল চেষ্টা করে যাচ্ছে মিউজিকের মাধ্যমে ভালো কিছু ম্যাসেজ মানুষের কাছে পৌঁছে দিতে। “আলোর ওপাড়ে” গানটির ভিডিও তৈরীর ক্ষেত্রে ব্যান্ডটির ম্যাসেজ/বাণী ছিলো এমন,
“মানুষ ক্ষমাশীল যদিও সে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রকৃতি কখনো ঋণ রাখেনা, ফিরিয়ে দেয় সব কিছু তার সময় অনুসারে”
গানটির ভিডিওটি দেখলেই আপনারা তা পরিপূর্ণরুপে বুঝতে পারবেন। গানটির ভিডিও চিত্র ধারণ করেছে ফোকাস এবং গানটি বিশ্বব্যাপী প্রচারে সহযোগীতা করছেন ME Label

ট্রাফিক সিগন্যালের শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগণের কাছে একটাই চাওয়া আমাদের পথ চলায় আপনারাই সারথী, আপনারা পাশে থাকলেই আমরা সামনে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারবো। এবং যারা নিজের গান নিয়ে কাজ করছেন তাদের পাশে থাকুন। কারণ প্রতিটি গান ই এক একটি বাংলাদেশ। আজকের ছোট ছোট কাজগুলোই হয়তো বাংলাদেশকে পৌঁছে দেবে বিশ্বের দুয়ারে। সবাইকে আলোর ওপাড়ে গানটি দেখার অনুরোধ রইলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!