মুরাদনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0 ২১৬

সাখাওয়াত হোসেন তুহিন: কুমিল্লার মুরাদনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মুরাদনগর থানা পুলিশের আয়োজনে উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও জহিরুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান। এসময় ওসি সাদেকুর রহমান বলেন, মাদক, ইভটিজিং, ধর্ষন, বাল্যবিবাহ ও গুজব বর্তমান সমাজে বিশৃঙ্খলার মূল কারন। যারা এগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বর্তমানে পাড়া মহল্লায় ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলা হয়। যারা এ জুয়া খেলার সাথে জড়িত থাকবে তাদের ব্যাপারেও পুলিশকে তথ্য দিবেন পুলিশ আইনগত ব্যবস্থা নিবে এবং আপনাদের পরিচয় গোপন রাখবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন দারোরা ইউনিয়নের চেয়ারম্যান সাহজাহান বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, দেলোয়ার হোসেন, আবুল হোসেন মাস্টার, ইউনুছ মুন্সী, মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সানু মিয়া মেম্বার, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য নাজিম উদ্দিন, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সরকার, কামাল হোসেন সাব্বির প্রমুখ

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!