লরি চাপায় বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি সহ ২ জন আহত,নিহত ২জন।

0 ৫০৯,৮৮৯

লরি চাপায় বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি সহ ২ জন আহত,নিহত ২জন।সোমবার বিকেল পাঁচটার সময় নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এস্টোডিয়াম টোল রোড এলাকায় লরিগাড়ি উল্টো পথে এসে প্রাইভেটকারকে চাপা দেয় ঘটনাস্থলে দুজন নিহত হন গুরুতর আহত হন আরো দুজন।

নিহতরা হলেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আব্দুর রবের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন,অন্যজন হলেন একই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন।

নাছিরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কামালকে পাহাড়তলী থানাধীন ইম্পেরিয়াল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু এবং গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতলে চিকিৎসাধীন আছে বাঁশবাড়িয়া ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইসমাইল হোসেন।

এমন মারমান্তিক দুর্ঘটনার পর হাসপাতালে ছুটে এসেছেন আত্মীয়জনরা।স্বজনদের আহাজারি ভরি হয়ে উঠে হাসপাতালে আশপাশ,কেউ হারিছে ভাই কেউ বা হারিছে বাবা,প্রিয় জন হারানোর কান্না যেন থামছেনা কিছুতেই।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি  মোস্তাফিজুর রহমান।তিনি আরো জানান,টোল রোডে লরি চাপায় গাড়িটির চালক ও তিন যাত্রী আহত হন।তাদের স্থানীয়রা নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।এর মধ্যে চালক ও এক যাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।লরিটি জব্দ করা হয় ড্রাইভার পলাতক রয়েছে।সড়ক পরিবহন আইনে পাহাড়তলী থানায় মামলা রুজু করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!