সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শোকজ।

0 ৩০০,৩৩৮

সাংবাদিকের সঙ্গে অশালীন ও অকথ্য আচরণ করার অভিযোগে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কায়সার খসরুকে শোকজ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।সোমবার(২৫ জুলাই)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এর আগে রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোকজ নোটিশ ইউএনও কায়সার খসরুর কাছে পাঠানো হয়েছে।ওই শোকজ নোটিশে কেন একজন সাংবাদিকের সঙ্গে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য,গত ২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে  সংবাদ প্রকাশিত হয়।সংবাদে উল্লেখ ছিল ‘কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াব্রাং এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের সবগুলো নতুন ঘর পানিতে ভাসছে।ফলে সেখানে থাকা ২৭টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন।

মুজিববর্ষ উপলক্ষে উপহারের ঘরগুলো এমন নিচু জায়গায় করা নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি তুলেছিলেন।তাদের অভিযোগ ছিল,ঘর তৈরিতে মাটির নিচে ইট ব্যবহার করা হয়নি।এ ছাড়া নিম্নমানের ইট,বালি-রড,কাঠ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে।এজন্য তারা দায়ী করেন নির্মাতা প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার(২১ জুলাই)রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)তার অফিসিয়াল নম্বর থেকে ফোন করেন ওই অনলাইন পোর্টালের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে।প্রকাশিত সংবাদে বাস্তব পরিস্থিতি তুলে ধরায় ওই প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য গালিগালাজ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ কায়সার খসরু।

পরে শুক্রবার(২২ জুলাই)দুপুরে হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসক মামুনুর রশীদের উদ্যোগে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।এসময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কায়সার খসরু ওই সাংবাদিকের কাছে অকথ্য ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

বৈঠকে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, বিষয়টি নিয়ে আমরাও খুবই লজ্জিত।একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন কটুবাক্য আশা করা যায় না।এ সময় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!