১৪ তম ওরছে গাউছুল আজম জিলানী কনফারেন্স ও ওরছে ইমাম হাশেমী মাহফিল অনুষ্ঠিত।

0 ২২৪

জসিম উদ্দিন রুবেলঃপীরানে পীর দস্তগীর, কুতুবে রাব্বানী, মহিউদ্দিন বড় পীর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হোসাইনী রহমতুল্লাহি এর স্মরণে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও ইমাম আল্লামা হাশেমী রহমতুল্লাআলাই এর ৬ মাসিক ফাতেহা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় ১৪ তম ওরছে গাউছুল আজম জিলানী ও ইমাম হাশেমী মাহফিল অনুষ্ঠিত হয়।

আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল মাশায়েখ, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহি এর প্রতিষ্ঠিত আঞ্জুমানে মুহিব্বানে রাসুল (সাঃ) গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার কদম রসুল এলাকায় মুন্সি জহির উদ্দিন চৌধুরী জামে মসজিদের উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাঃ গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ, মুফতিয়ে আহলে সুন্নত আল্লামা কাজী মুহাম্মদ আবুল এরফান হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী এর সভাপতিত্বে মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ এর নির্বাহী সভাপতি আল্লামা হাশেমী বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব কাযী আবুল ফোরকান হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী।

প্রধান বক্তা: আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ-এর মহাসচিব, যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার, মুজাহিদে মিল্লাত আল্লামা আবুল কাশেম নুরী মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ অতিথি আলহাজ্জা হুরে জান্নাত আল হাশেমী হেফজখানার পরিচালক ও হযরত আব্দুর রহমান শাহ জামে মসজিদ এর সম্মানিত খতিব সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ আলহাজ্ব মাওলানা হাফেজ কারী মোহাম্মদ মহিউদ্দিন হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী। গাউছিয়া রিফাইয়া জামে মসজিদের সম্মানিত খতিব, সাজ্জাদানশীন এর দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ, আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ নঈম উদ্দিন হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ অতিথি আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউছিয়া জিলানী কমিটির সহ-সভাপতি সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ আল্লামা কাজী মোহাম্মদ শরফুদ্দিন হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী। গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় আহবায়ক সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ, আলহাজ্ব মাওলানা কাজী মোঃ বাহাউদ্দিন হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী। গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ এর যুগ্ন আহবায়ক ও পাঁচলাইশ গাউছিয়া হাশেমিয়া জহির শাহ জামে মসজিদের খতিব সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী। গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হাসনাত তাহের বুলবুল। বিশেষ বক্তা : শীতলপুর অলিনগর আব্দুল জলিল জামে মসজিদের খতিব, উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোঃ আব্দুল আজিজ রেজবী মাদ্দাজিল্লুহুল আলী। কদমরসুল মুন্সি জহির উদ্দিন চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউনুস রেজা কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। মাওলানা নুরুল আলম চিশতী, মাওলানা মঈনুদ্দীন সমরকন্দী, আঞ্জুমান এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী ইদ্রিস সওদাগর, উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব শওকত ওসমান চৌধুরী। গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, আলহাজ্ব আব্দুল জলিল সওদাগর, মোহাম্মদ সাবের মাওলানা মাসুমুর রশিদ কাদেরী, শেখ আহমদ, মোঃ সেলিম, মোঃ শফি, ইমরান হোসেন, তারেক, হাসান সহ উপজেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মদ আবুল ফোরকান হাশেমী বলেন, আল্লাহর অলি পীর বুজুর্গরা অনাবাদি জমিকে আবাদ করেছেন, বর্তমান সময়ে আল্লাহর ওলীদের আবাদি জমি কে সতেজ রাখার জন্য দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা অপরিহার্য। পীরানে পীর গাউসুল আজম জিলানী মাদরজাত অলি হওয়া সত্বেও মাতৃভূমি জিলান থেকে বাগদাদ শরীফ গিয়েছিলেন দ্বীনি শিক্ষা অর্জনের জন্য। ইমামে আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশেমী ও সারা জীবন দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রতি জোর দিয়ে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গিয়েছেন যাতে মানুষ ইসলামের সঠিক রূপরেখা সম্পর্কে কোরআন-হাদিসের যথাযথ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে আব্দুল কাদের জিলানীর মত এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমী মত উত্তম জীবন চরিত্রের অধিকারী করে সন্তানকে গড়ে তোলার জন্য মেয়েদের বিশেষ ভূমিকা রাখতে হবে। আমাদের মায়েরা যদি গান বাজনার প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে আমাদের সন্তান-সন্ততি গুলো গান বাজনার প্রতি আসক্ত হয়ে পড়বে আমরা আমাদের মায়েরা যদি সন্তান সন্ততি দের দ্বীন-ধর্মের শিক্ষা দেধর্মীয় এবং ধর্মীয় কাজকর্মে উদ্বুদ্ধ করে তবেই সন্তান-সন্ততি আলোকিত জীবন গড়ে তুলতে সক্ষম হবে।

পরিশেষে মাহফিলের সভাপতি মাওলানা মুফতি আবুল এরফান হাশেমী মাদ্দাজিল্লুহুল আলী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন এবং তাবারুক বিতরণের মাধ্যমে ওরছে গাউছুল আজম জিলানী কনফারেন্স সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!