১৬০ জন এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটালেন “voice of women”

0 ২০০,১৮৭

১৬০ জন এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটালেন
“voice of women”।২০১৭ সালে ইসরাত ইভা (গৃহিনী) ক্রিয়েট করে “voice of women”
নামক এই ফেইসবুক গ্রুপ বর্তমান এই গ্রুপে প্রায় দশ হাজার নারী মেম্বার রয়েছে।

 

প্রতি বছরে অসহায় গর্ভবতী নারীদের সহায়তা, প্রতিবন্ধী শিশুদের অনুদান, এতিম শিশুদের বস্ত্র ও উন্নত মানের খাদ্য সরবরাহসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে করোনাকালীন অসহায়দের পাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই গ্রুপটি।

 

তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকার কল্যানপুরের “জামিয়া দ্বিনীয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা” প্রতিষ্ঠান এ ১৬০ জন এতিম শিশুদের উন্নত মানের খাবার ও ঈদ বস্ত্র বিতরণ করেন “voice of women” নামক এই ফেইসবুক গ্রুপ।
এ সময় গ্রুপের উদ্যোক্তা ইসরাত ইভা বলেন সম্মিলিত নারী প্রচেষ্টার এই ফেসবুক গ্রুপ টিকে সাংগঠনিক রুপ দান করতে পারলেই আরও ভালো ভালো কাজ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

 

এডমিন মডারেটর রহিমা আক্তার বলেন আমরা যেই মহৎ লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি,, গ্রুপের সকলের সতস্ফুর্ত সহযোগিতা পেলেই আমরা আরো অধিক সাফল্য অর্জন করবো , আমাদের এডমিন মডারেটর প্যানেলে দেশে বিদেশে আরো যারা নিরলস কাজ করছেন তারা হলেন আমেরিকা প্রবাসী কর্মজীবী নারী মৌ, নিগার সুলতানা ( আইনজীবী) , মৌসুমি( গৃহিণী) রোজী আহসান (শিক্ষিকা), রুখছানা রিপা ( গৃহিণী)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!