
মহামারী
আকরাম হাবিবী ইরান
চারদিকে আজ মৃত্যুর মিছিল,
বাতাসে লাশের গন্ধ।
মানবতার এক চরম বিপর্যয়,হাহাকার।
লোকে লোকারণ্য জনপদ নিস্তব্ধ,নির্বিকার।
মানুষ যে আজ বড়ই অসহায়!
কাজে আসতেছে না,অঢেল সহায় সম্বল।
ভাগ্যাকাশ ঘনীভূত,কালো মেঘে মেঘাচ্ছন্ন।
মৃত্যুপুরীতে পরিনত পরাশক্তিগুলো পৃথিবীতে থেকে বিচ্ছিন্ন।
আতংক,উৎকণ্ঠায় হচ্ছে দিনাতিপাত।
আজকের সুস্থ মানুষ কালকে হচ্ছে লাশ।
এ যেন স্রষ্টার এক মহাগজব,
বিশ্বকে নিমিষেই করেছে কবজ।
স্বজনের লাশের পাশে নেই প্রিয়জন।
মায়া-মমতা,স্নেহ-ভালোবাসা
সব হয়ে গেছে বিসর্জন।
মাঠে নেই আগের মতজনতার কোলাহল।
অদৃশ্য শক্তির কাছে ব্যর্থ,
আমাদের সব কলাকৌশল।
সবার চোখে মুখে
মহা আতংক!মহা সংশয়!
বেঁচের থাকার আশায় জীবন কাটছে বন্দীময়।
বিভীষিকাময় দৃশ্য থেকে নিলাম মোরা শিক্ষা।
আমাদের দাও গো খোদা!
সরল পথের দীক্ষা।
হে মহান প্রভু,
শোনো আমাদের আহাজারি।
পৃথিবীতে নিয়ে যাও করোনা মহামারী।