আইস অব সিএমপি” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের সুফল পাচ্ছে সেবা প্রত্যাশীরা

0 ১৭৮,২৭৩

আইস অব সিএমপি” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের সুফল পাচ্ছে সেবা প্রত্যাশীর।শেখ মোহাম্মদ আল আমিন ইং ১৯/০৫/২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সি এন জি যোগে চকবাজার থানাধীন বলাকা আবাসিক এলাকা হতে বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার আত্মিয়ের বাসায় যান।বাসায় প্রবেশ করেই লক্ষ্য করেন তার সাথে থাকা নতুন কাপড় চোপড় ও গুরুত্বপূর্ন কাগজ সহ ১টি ব্যাগ সিএনজিতে ফেলে এসেছেন।কিন্তু ততক্ষণে সিএনজি লাপাত্তা।

 

অভিযোগ প্রাপ্তির পর চকবাজার থানা টিম ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করেন।পরবর্তীতে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করে খুলশী থানাধীন মধ্যম টাইগারপাসস্থ রেলওয়ে কলোনী হতে উক্ত ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন।

 

এছাড়াও পৃথক ঘটনায় মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগ,টিম নং-৪১ কর্তৃক হালিশহর থানার জিডি মূলে সিএনজিতে হারিয়ে যাওয়া মোবাইল ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ একটি ব্যাগ “আইস অব সিএমপি” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের সহযোগিতায় উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!