আখাউড়ায় দোকানীকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘৃণ্য অপ-চেষ্টা

0 ১১৯

২৮ ডিসেম্বর দিবাগত রাত যে কোন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির মনিয়ন্দ গ্রামের দিঘীরজান বাজারে খান মার্কেটে বিকাশের ব্যানার ব্যবহার করে দোকানের শার্টারের নিচ দিয়ে “মা-বাবার দোয়া ভ্যারাইটিজ স্টোরে” আগুন ধরিয়ে দিয়ে মার্কেট ধ্বংস করার পরিকল্পনা করে দুর্বৃত্তরা৷ এতে দোকানের ভেতরে রক্ষিত সিলিন্ডার গ্যাস ভর্তি বোতল, ক্যারোসিনের বোতল, মুদি-মনোহারি সামগ্রী, ঘুমন্ত এক ব্যক্তিসহ পুরো মার্কেট আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার নীল নকশা করে ষড়যন্ত্রকারীরা৷ এতে মার্কেটে অবস্থানরত সমগ্র ব্যবসায়ীদের মধ্যে আতংক ও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে৷ এ সময় ভোক্তভূগি দোকানদার জহির মিয়া নিজ শ্বশুরালয় ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করেছিল৷ পরে খবর পেয়ে অতি দ্রুত দোকানে এসে স্থানীয় মেম্বার ও গণ্য- মাণ্য ব্যক্তিদের বিষয়টি জানান৷ এরপর ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কেটের মালিক হাবুল খান ও দোকানের মালিক জহির মিয়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন৷

কয়েকজন স্থানীয় লোক এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, এ আগুনে যদি দোকানের সিলিন্ডার গ্যাসের বোতল ও কেরোসিন বোতল ব্লাস্ট হতো তবে পুরো দোকানসহ মার্কেট পুরে ছাঁই হয়ে যেতো৷ ভেতরে ঘুমন্ত অবস্থায় একজন ব্যক্তি জীবন্ত কয়লা হয়ে যেতো৷

 

জানতে চাইলে ভোক্তভূগি দোকানি জহির বলেন , এ ঘটনাটি পূর্ব পরিকল্পিত ভাবে সাজানো হয়েছে, আমি এ ঘটনা তদন্ত পূর্বক সঠিক বিচার ও আসামীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি৷
এলাকার বীর মুক্তিযোদ্ধা ( সার্জেন্ট অব:) আলী নোয়াজ খান সাবেক মেম্বার বলেন, এটা এ মার্কেট ও একজন মানুষ ধ্বংস করার নীল পরিকল্পনার ই অংশ বিশেষ৷ সন্দেহ করছি এলাকার কোন দুর্বৃত্ত ই এ ন্যাক্কারজনক কাজটি ঘটিয়েছে৷
খান মার্কেটের মালিক হাবুল খান বলেন, আমার মার্কেটসহ এক নিরীহ ব্যাক্তিকে ইচ্ছাকৃত ভাবে মারার অপচেষ্টা করা হয়েছে৷আমি এর সুষ্ঠু বিচার চাই৷
মনিয়ন্দ ইউপির ২ নং ওয়ার্ডের নব- নির্বাচিত মেম্বার মো: কাইয়ুম খান বলেন, আমার মনে হয় দোকানি জুয়েলের সাথে নির্বাচনের আগে এলাকার কারও কথা কাঁটা- কাটি হয়েছে, এর জের ধরে এ ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে৷
জানতে চাইলে, আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মীজানুর রহমান, এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি, যথাযথ তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!