আখাউড়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক স্কপ সিরাপ ও গাঁজা উদ্ধার সহ ৫ জন গ্রেপ্তার।

0 ১২৯

আখাউড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ী ব্যক্তি’কে ৪ কেজি গাঁজা এবং ৪০ বোতল স্কফ সিরাপ সহ হাতে নাতে গ্রেফতার এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামী কে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশ মোতাবেক, অফিসার ইনচার্জ, আখাউড়া থানা মহোদয়ের সার্বিক নির্দেশনায় আখাউড়া থানার এসআই নিয়ামুল হুসাইন এর নেতৃত্বে একটি বিশেষ টিম ৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে অনুমান ১২.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আমোদাবাদ সাকিন হইতে ৪ কেজি গাঁজা সহ ৫ টি মাদক মামলার পলাতক আসামী, ১ রমজান মিয়া (৪০), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- মৃত সালেহা বেগম, সাং- আমোদাবাদ (মধ্যপাড়া), থানা- আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক মামলার পলাতক আসামী, ২ মোঃ পলাশ মিয়া (২২), পিতা- গিয়াস উদ্দিন, মাতা- মালেকা বেগম, সাং- জফরপুর(পূর্ব পাড়া সরকার বাড়ি), থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ।

অপর এক অভিযানে আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টিম আখাউড়া থানাধীন নুরপুর মধ্যপাড়া সাকিন হইতে ৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে অনুমান ১৫.৪০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নুরপুর সাকিনের বাছির মিয়ার বসত ঘরের উত্তর পাশ হইতে ৪০ বোতল স্কফ সিরাপ সহ আসামী মোঃ লিয়াকত আলী (৩৮),পিতা- মৃত সামাদ মিয়া প্রকাশ সেমেদ, সাং- কান্দিপাড়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, বর্তমান সাং- নুরপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করেন। উক্ত লিয়াকত আলীর বিরুদ্ধে পূর্বের ১০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পৃথক পৃথক অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে ৫ ফেব্রুয়ারী’ ২০২২ তারিখে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রজব, পিতা- মোঃ হেলাল মিয়া, সাং- দেবগ্রাম উত্তর পাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াতে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন।

এএসআই (নিরস্ত্র) মোঃ শাহজাহান সেখ এবং সঙ্গীয় এএসআই আজিজুর রহমান এর নেতৃত্বে ৫ ফেব্রুয়ারী’ ২০২২ তারিখে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ বাদল মিয়া (৩৫), পিতা- মোঃ মান্নান মিয়া, সাং- মনিয়ন্দ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করেছেন।

বর্ণিত ঘটনায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!