কালুখালীর মাজবাড়ীতে ইট ভাটায় পুড়ছে কাঠ,ধ্বংশের দ্বারপ্রান্তে কৃষি জমি ও পরিবেশ।

0 ১০০,৬৫২

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মাজবাড়ী পশ্চিম পাড়া এম,এস,বি ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে বনজ কাঠ। সরেজমিনে এম,এস,বি ইট ভাটায় গিয়ে দেখা যায় ভাটার চারপাশে সাজিয়ে রাখা হয়েছে ছোট, বড় গাছের কাঠ।

কাচা ইট সাজিয়ে রাখা হয়েছে প্রায় অর্ধ শতাধিক পাকি ফসলী জমিতে।ইট প্রস্তুুত করার জন্য ফসলী জমি থেকে মাটি সংগ্রহ করছে।এম,এস,বি ভাটা মালিক মন্জুকে ভাটায় পাওয়া যায় নি।তাহার সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান সুন্দর করে ছবি তুলে নিউজ করেন।

ইট ভাটায় খড়ি পোড়ানোর অনুমতি কে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন আমার ভাটায় খড়ি পোড়ানোর অনুমতি আমি নিজেই দিয়েছি।ভাটার কোন বৈধ কাগজপত্র আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্জু বলেন কাগজ পত্র আপনাকে দেখাতে হবে কেন।আমি কারো পরোয়া করি না।

তিনি বলেন আপনার যা লেখার লিখতে পারেন তাতে আমার কিছু যাবে আসবে না।নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার সাধারন মানুষ জানায় অবিলম্বে প্রশাসন যদি এই ভাটা বন্ধ না করে তাহলে কৃষি জমি নষ্ট সহ বন ও পরিবেশের ব্যাপক ক্ষয়, ক্ষতি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!