চালের খুদ ও ধানের কুঁড়ায় রঙ মিশিয়ে ভেজাল গুঁড়া মসলাসহ একজন একজন

0 ৬৮৭,৯৭৬

ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ,মরিচসহ বিভিন্ন গুঁড়া মসলা।দেড় হাজার কেজি ভেজাল গুঁড়াসহ একজনকে আটক করেছে র‌্যাব।বুধবার মধ্যরাতে শহরের একটি কারখানায় অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ ফেনীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।আটক সাঈদ হোসেনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকায়।

র‌্যাব জানায়,ভেজাল মসলা তৈরির গোপন সংবাদে ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমি সংলগ্ন বিসমিল্লাহ মিলে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাঈদ হোসেন নামে ওই ভেজাল মসলা কারবারীকে আটক করা হয়।পরে তাকে নিয়ে তল্লাশি চালিয়ে কারখানা থেকে প্লাস্টিকের ৩২টি বস্তায় দেড় হাজার কেজি ভেজাল রঙ ও খুদমিশ্রিত হলুদ-মরিচের গুঁড়া জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ হোসেন দীর্ঘদিন ধরে চালের খুদ,ধানের কুঁড়ায় রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করছিলেন বলে স্বীকার করেন।আটক সাঈদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!