দীর্ঘ সময় পর ৮৩জন সহ-সভাপতি নিয়ে ৩১৬জন বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

0 ৩৮৭,৬৫৮

দীর্ঘ সময় পর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৩১৬ জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নগরের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন।

তুমুল সংঘর্ষে সেই সম্মেলন পণ্ড হলে ৩ মাস পর ৫ মে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

এক বছরের জন্য অনুমোদন দেওয়া সেই কমিটিতে সভাপতি পদে মিরসরাইয়ের তানভীর হোসেন চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক পদে ফটিকছড়ির রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়।

রোববার(৩১ জুলাই)দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৮৩ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন,সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় ও উপ সম্পাদকীয় পদে ১৮৬ জন রয়েছেন।সদস্য পদে ২৩ জন স্থান পেয়েছেন।

প্রসঙ্গত,গত ১ এপ্রিল পূর্ণাঙ্গ কমিটি গঠন ইস্যুতে নগরের সিআরবির রেলওয়ে অফিসার্স ক্লাবে সংঘর্ষে জড়ায় জেলা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!