উড়িরচরে শশুরের হাতে গৃহবধূ খুনের ঘটনায় শশুর গ্রেফতার

0 ৬৮৮,০৭৫

সন্দ্বীপ উপজেলা উড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শশুরের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন।৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।জানা গেছে গতকাল যখন বাপের বাড়ি থেকে মোটর সাইকেল পাঠায়, তখন বউ বাপের বাড়িতে চলে যেতে বাহির হয়।ঠিক তখনই শশুড়ের সাথে এক প্রকার হাতাহাতি হয়,শশুড়ের লাথির আঘাতে পুত্রবধূ মারা যায়।

পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহত গৃহবধূ নাম বিবি কুলছুমা বেগম আপরিনা(১৯),পিতা আনোয়ার হোসেন।

গত ১৬ জানুয়ারি কুলছুমার বিয়ে হয়।ঘটনার সময় কুলছুমার স্বামী শান্ত(২২)চট্টগ্রাম ছিলেন।খবর পাওয়ার পর উড়িরচর আসেন।ঘটনা শুনার পর উড়িরচর পুলিশ পাড়ির লোকজন নিহত কুলছুমার লাশ সন্দ্বীপ থানায় নিয়ে আসে, লাশটি যখন সন্দ্বীপের দিকে রওনা হচ্ছিল তখন বেলা চারটায় টার দিকে ঝরের কবলে পড়ে।পরে লাশ নিয়ে দীর্ঘাপাড়ের হয়ে রাত ৯ টায় সন্দ্বীপ থানায় আসে।

এই বিষয়ে নিহত কুলছুমার পিতা আনোয়ার জানান,আমার মেয়ে একমাসের অন্তঃসত্ত্বা ছিল।মেয়ের বিয়ে হয়েছে এখন ৩ মাস।এই অল্প সময়ে মেয়েকে মানসিক টর্চারে রেখেছে তারা।বিয়ের পর থেকে বিভিন্ন ধরনের মানষিক টর্চারে রেখেছে আমার মেয়েকে।তাদের পারিবারিক ঝামেলা চলছিলো।

এই ঘটনায় গৃহবধূর শশুর কারি ও শাশুড়ী কে সন্দ্বীপ থানায় হেফাজতে নেয়া হয়েছে।মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর উড়িরচর পুলিশ পাড়ির ইন্সপেক্টর লাশ উদ্ধার করে।আমরা দীর্ঘাপাড় কুল থেকে লাশ রিসিভ করে থানায় নিয়ে এসে অভিযুক্তদের হেফাজতে রাখি।মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!